বঙ্গ

বিজেপি রাজ্যে পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি’ করে পলাতক মূল অভিযুক্ত

বিজেপির আরেক নাম দুর্নীতি ও অপশাসন! এবার ওড়িশায় পুলিশের সাব ইনস্পেক্টর (SI) পদে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি ঘিরে চাঞ্চল্য। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (crime branch)-র তদন্তে দেখা গিয়েছে ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা পাল্টানো হয়েছে বলে দেখা গিয়েছে। তদন্তকারীরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দিলেই ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত। এখানেই শেষ নয়, নিজের সুবিধা মত এমন জায়গায় তাদের পরীক্ষার সেন্টার ফেলা হত, যেখানে পরীক্ষার্থীরা যথেচ্ছ কারচুপির সুযোগ পাবেন। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা এটিকে “সংগঠিত অপরাধী চক্র” ধরে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্রাইম ব্রাঞ্চ এর (সিবি) বিবৃতিতে বলা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র আর্থিক লাভের জন্য অন্যায্য উপায় অবলম্বন করে পরীক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন-ভূতনাথ মন্দিরের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, আহত ৪

তদন্তকারীদের নজরে ওড়িশার দু’টি বেসরকারি সংস্থা ‘সিলিকন’ এবং ‘পঞ্চসফ্ট’ রয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ১১৪ জন পরীক্ষার্থীকে যারা বাসে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ট্রেনে যাওয়া ১৮৬ জন পরীক্ষার্থী পালিয়ে যান। ওড়িশার এই চাকরি দুর্নীতিতে শঙ্কর প্রুস্টি নামের এক ব্যক্তিকেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। জানা যাচ্ছে, শঙ্কর নেপাল হয়ে দুবাই পালিয়ে গিয়েছেন। গ্রেফতারি এড়াতে শঙ্কর প্রুস্টি এবং তার ঘনিষ্ঠ সহযোগী মুনা মোহান্তি, আরও তিনজনের সাথে, ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন দীপ্তিময়ী সাহু, শ্রীকান্ত মহারাণা এবং সুকান্ত মহারাণা ওরফে রিঙ্কু। শঙ্কর প্রুস্টি এবং মুনা মোহান্তির বিরুদ্ধে এর আগে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, যার ফলে তাদের বিরুদ্ধে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে চাকরি দুর্নীতিতে মূল অভিযুক্ত কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এত সহজে? লুকআউট সার্কুলার জারি হওয়ার পরেও কেউ কিভাবে দেশ ছেড়ে পালাতে পারে?হাইকোর্ট শীঘ্রই তাঁদের আগাম জামিনের আবেদনের শুনানি করবে বলে মনে করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

28 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

32 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

41 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

46 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

55 minutes ago