প্রতিবেদন: শনিবারই খোদ নগরপাল ঘোষণা করেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বেহালা-কাণ্ডের মূল অভিযুক্ত ধরা পড়বে। তাঁর ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটল না। হাওড়ার গোপন ডেরা থেকে পুলিশের জালে ধরা পড়ল বেহালা-কাণ্ডের মূল অভিযুক্ত বাবন ওরফে সোমনাথ (Somnath) বন্দ্যোপাধ্যায়। বাবনের সঙ্গে ধরা পড়েছে তার আরও ছয় সঙ্গী। এর আগে বাবনের পরিবারকে পুলিশের কাছে সারেন্ডারের নির্দেশ দেন স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কিন্তু বিধায়কের কথা না শুনে গা-ঢাকা দেয় অভিযুক্ত সোমনাথ (Somnath) ও তার ৬ সঙ্গী। রবিবার তাদের হাওড়ার জয়পুরের একটি খামার বাড়ি থেকে গ্রেফতার করে লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসাররা। রবিবারই তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। ইতিমধ্যেই ধৃতদের মোবাইল ফোন ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই গাড়ি করে ওড়িশার বালেশ্বরে পালিয়ে যায় বাবন। প্রথমে বারাসতের উদ্দেশ্যে রওনা হয়ে পরে তারা ওড়িশার বালেশ্বরে পালিয়া যায়। সেখানে একদিন কাটিয়ে তারা চলে যায় খড়গপুরে। সেখান থেকে দিঘা।