নয়ডা সপ্তর্ষি সংঘের এবার পুজোর মূল আকর্ষণ যামিনী রায় ঘরানার পটচিত্র

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়ডা: বিগত এক দশকে রাজধানী দিল্লির (delhi durga puja) লাগোয়া নয়ডায় ক্রমশই বাড়ছে সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন৷ এর মধ্যে অন্যতম হল নয়ডার সেক্টর ৫০-র সপ্তর্ষি সংঘের পুজো৷ এবার ২১ বছরে পা দিল এই দুর্গাপুজো৷ প্রতিবারের মতো এবারও সপ্তর্ষি সংঘের পুজোতে থাকছে বিরল থিমের বৈশিষ্ট্য৷ এবার এখানকার পুজোমণ্ডপে গ্রাম বাংলার চিরন্তন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে, যেখানে প্রাধান্য পাচ্ছে যামিনী রায়ের ঘরানার পটচিত্রের সমাহার৷ পরিবেশবান্ধব কাঠ, খড় ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই পটচিত্র৷ বাংলার মৃৎশিল্পীদের আদলে এই পটচিত্র তৈরির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন পুজো কমিটির সদস্যরাই৷ তাঁরাই রাতের পর রাত জেগে নিজেদের হাতে ফুটিয়ে তুলছেন এই পটচিত্র৷ এই কাজ করার জন্য প্রয়োজনীয় বেশকিছু সামগ্রী কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে৷ পুরুষদের পাশাপাশি মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এই পুজোর সাফল্যের অন্যতম প্রধান কারণ, দাবি পুজো (delhi durga puja) কমিটির৷ উল্লেখ্য, কলকাতার মতো দিল্লি এবং তার আশপাশের এলাকার দুর্গাপুজোগুলোর অন্যতম প্রধান আকর্ষণ হল পেটপুজো এবং পুজোর ক’দিন ঠাসা সাংস্কৃতিক অনুষ্ঠান৷ নয়ডার সপ্তর্ষি সংঘে এবার বিশেষভাবে সম্মানীত হবেন শান্তিনিকেতনের বাউলশিল্পীরা৷ তাদের চোখ ধাঁধানো পারফরম্যান্সের পাশাপাশি কলকাতা, দিল্লি এবং মুম্বইয়ের শিল্পীদের অনুষ্ঠানও দর্শনার্থীদের মন কাড়বে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের৷ গত ৯ বছর ধরে এই পুজো কমিটি আয়োজন করে থাকে একটি নাচের প্রতিযোগিতা৷ দেশের সেরা নৃত্যশিল্পীরা এখানে বিচারকের আসনে থাকেন৷ এবারও এই অনুষ্ঠান সবার নজর কাড়বে বলেই দাবি পুজো কমিটির মিডিয়া বিভাগের প্রধান পল্লবী ত্রিপাঠীর। এর সঙ্গে থাকছে বাচ্চাদের জন্য বিশেষ অঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাও৷ একইসঙ্গে পুজোর প্রত্যেকটা দিনই থাকছে মায়ের প্রসাদ বিতরণ এবং পংক্তিভোজনের আয়োজন, যেখানে আট থেকে আশি সবার জন্য থাকছে ঢালাও ভূরিভোজের এলাহি আয়োজন৷

আরও পড়ুন-অভিষেকের দাপটে ফের পাক বধ

Latest article