প্রতিবেদন : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল! আগামী ৬ এপ্রিল ইডেনে হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। বিকেল সাড়ে তিনটেয় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই রামনবমী। তাই কলকাতা পুলিশের তরফ থেকে আগেই সিএবিকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে, সেদিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘৬ এপ্রিলের ম্যাচ ইডেনে হচ্ছে না। কোথায় হবে, সেটা ঠিক করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শুনছি, ম্যাচটা হবে গুয়াহাটিতে।’’
আরও পড়ুন-ক্যাপ্টেন্স বৈঠকে তিন নিয়ম বদল
প্রসঙ্গত, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এবারের আইপিএলে দু’টি হোম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। তার মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। এবার যা পরিস্থিতি, তাতে কোনও অঘটন না ঘটলে, কেকেআর বনাম লখনউ ম্যাচও হতে চলেছে বর্ষাপাড়া স্টেডিয়ামে। শুরু থেকেই ইডেনের এই ম্যাচ নিয়ে জটিলতা ছিল। রামনবমীর দিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বেরোবে। তাই কোনও ঝুঁকি নিতে চায়নি রাজ্য প্রশাসন। এদিকে, ম্যাচের আয়োজক কেকেআর শিবিরের বক্তব্য ছিল, ৬ এপ্রিলের ম্যাচ যেহেতু দুপুরে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাবে, তাই বেশি রাত পর্যন্ত কোনও ঝামেলা থাকবে না। ফলে নিরাপত্তা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পুলিশের বক্তব্য, সেদিন ইডেনে প্রায় ৬৫ হাজার দর্শক খেলা দেখতে আসবেন। ওই ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে শেষ পর্যন্ত ইডেন থেকে সরেই গেল ম্যাচ। কপাল খুলতে চলেছে গুয়াহাটির।