নাগরিক সমস্যা শুনতে দুয়ারে মেয়র

এই প্রকল্পের অধীনে মানুষের কাছে গিয়ে তাদের কী কী সুযোগ দরকার, কী তাঁরা পাচ্ছেন না সেটা জেনে সেটার সমাধান করাই মেয়রের মূল উদ্দেশ্য

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মানুষের কাছে চলো কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের দরজায় পৌঁছে সমস্যার কথা শুনলেন মেয়র গৌতম দেব। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে এলাকা ধরে ধরে পৌঁছে যাবেন। এদিন ২ নম্বর ওয়ার্ডের মুক্তমঞ্চ এলাকার একটি চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে বসে চা খেয়ে কর্মসূচি শুরু করেন। এদিন সকালে এই প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান গার্গী রায়চৌধুরী।

আরও পড়ুন-বজ্রাঘাতে মৃতের বাড়িতে তৃণমূল নেতৃত্ব

এই প্রকল্পের অধীনে মানুষের কাছে গিয়ে তাদের কী কী সুযোগ দরকার, কী তাঁরা পাচ্ছেন না সেটা জেনে সেটার সমাধান করাই মেয়রের মূল উদ্দেশ্য। এদিন মেয়র এবং ডেপুটি মেয়র বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের সমস্যা দেখা এবং কীভাবে তার সমাধান করা যায় সেবিষয়ে আলোচনা করেন। বাসিন্দারা মেয়র এবং ডেপুটি মেয়রকে কাছে পেয়ে তাদের নানান সমস্যার কথা জানান এবং তার সমাধানের জন্য কী করতে হবে তা জিজ্ঞাসা করেন। মেয়র জানান তাঁরা একটা কমিটি তৈরি করে মানুষের সমস্যার কথা শুনবেন এবং কত তাড়াতাড়ি তার সমাধান করা যায় সেটা দেখবেন।

Latest article