অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : জীবনে আদর্শই হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আদর্শকে সামনে রেখেই আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে ময়দানে নেমেছেন। এই কাজে একদিকে দলীয় কর্মী-সমর্থকদের অকুণ্ঠ সহযোগিতা চান, পাশাপাশি বিরোধী দল ও সংবাদমাধ্যমের কাছেও গঠনমূলক সমালোচনা আশা করেন।
আরও পড়ুন-ভোটার বেশি হলে অক্সিলিয়ারি বুথ
দুর্গাপুর নগর নিগমের চতুর্থ মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বললেন অনিন্দিতা মুখোপাধ্যায়। বলেন, দুর্গাপুর নগর নিগম নির্বাচন খুব বেশি দেরি নেই। এই সময়ের মধ্যে হয়তো সবাইকে খুশি করা সম্ভব হবে না। তবে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। স্বীকার করেন, প্রশাসনিক কাজে খুব বেশি দক্ষতা হয়তো তাঁর নেই, তবে সুমধুর ব্যবহারের মাধ্যমেই সবার মন জয় করতে পারবেন বলে আশাবাদী তিনি। বলেন, শহরের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বস্তি-উন্নয়নের মতো বুনিয়াদি কাজগুলির পাশাপাশি নগর নিগমের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বেশি করে কাজ পাওয়ার ব্যবস্থা করবেন।
পূর্বসূরি দিলীপ অগস্তির কাছে প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তের জন্য পরামর্শ নেবেন। শপথের আগেই ওঁর বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেছেন। নগর নিগমের প্রথম মেয়র সিপিএম নেতা রথীন রায়ের উদ্দেশেও শ্রদ্ধা নিবেদন করেছেন। এটাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শিষ্টাচার বলে মনে করেন অনিন্দিতা। দূর থেকে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে শতকোটি প্রণাম নিবেদন করেন।