এ-মাসেই হতে পারে বিরোধী জোটের বৈঠক

নীতীশ ইতিমধ্যেই নবীন পট্টনায়েক, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, শারদ পাওয়ার, মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।

Must read

প্রতিবেদন : ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে ইতিমধ্যেই অ-বিজেপি মুখ্যমন্ত্রী ও নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ ইতিমধ্যেই নবীন পট্টনায়েক, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, শারদ পাওয়ার, মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। সোমবার নীতীশ কংগ্রেস সভাপতি খাড়্গের সঙ্গে দেখা করেন। কথা বলেন রাহুলের সঙ্গেও।

আরও পড়ুন-ট্রেনের খাবারে এবার বন্ধ হচ্ছে পেঁয়াজ, রসুন

সেখানেই নীতীশ বিরোধীদের ঐক্যবদ্ধ করার উপরে জোর দেন। লোকসভা নির্বাচনে লড়াইয়ের কৌশল নির্ধারণ করতে বিরোধীরা শীঘ্রই একটি বৈঠকে বসতে চলেছে বলে খবর। সম্ভবত চলতি মাসের শেষ দিনে পাটনায় বিরোধীদের এই বৈঠক হতে পারে। দিল্লিতে কংগ্রেসের অন্যতম প্রতিদ্বন্দ্বী আপ। সম্প্রতি সুপ্রিম কোর্ট আমলাদের নিয়োগ ও বদলির ব্যাপারে যে-নির্দেশ দিয়েছিল তা উপেক্ষা করে একটি অর্ডিন্যান্স জারি করেছে মোদি সরকার। এ-বিষয়ে আপের পাশে দাঁড়িয়ে অর্ডিন্যান্সের বিরোধিতা করেছে কংগ্রেস।

Latest article