জাতীয়

তৃণমূলনেত্রীর দেখানো পথেই এবার শপথ বয়কটে ইন্ডিয়ার শরিকরাও

প্রতিবেদন : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কার্যত হাঁটলেন ইন্ডিয়ার সব শরিক নেতা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর বিজেপি যে সরকার গড়তে চলেছে, রবিবার তার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না তৃণমূল সাংসদেরা। একই পথে হেঁটে ডিএমকে, সমাজবাদী পার্টি, আপ, আরজেডি সাংসদেরাও বয়কট করলেন এদিনের শপথ অনুষ্ঠান। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন পরদিন তা প্রকাশ্যে অনুসরণ করতে দেখা গেল ইন্ডিয়া শিবিরের দলগুলিকে।

আরও পড়ুন-যোগীরাজ্যে দ্বিতীয়, সমানে টক্কর তৃণমূলের

রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ফের এই বিষয়ে দলের বক্তব্য জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, স্পষ্টভাবে জানাতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির কোনও নেতা বা মন্ত্রীর ফোন আসেনি। এছাড়াও শপথ অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না। কারণ অগণতান্ত্রিক ও জনবিরোধী শক্তি একটি নড়বড়ে সরকার গঠন করতে চলেছে। আমাদের নেত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, এই সরকার আদৌ পাঁচ বছর টিকবে না। অসাংবিধানিক সরকারের শপথ অনুষ্ঠানে আমরা কোনওভাবেই অংশ নিতে পারি না। ডেরেকের কথায়, আগের দিন আমাদের দলনেত্রী যা বলেছেন দেখা গেল সেটাই অনুসরণ করেছে ইন্ডিয়ার শরিক দলগুলিও।

আরও পড়ুন-দিনের কবিতা

শপথ অনুষ্ঠান বয়কটের পাশাপাশি কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা ও সমর্থনের বার্তা দিতে পাঞ্জাবের খানৌরিতে সোমবার তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের টিম পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই টিমের নেতৃত্বে থাকছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বাকিরা হলেন মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল। এই সফর নিয়ে ডেরেক বলেন, আমাদের নেত্রীর দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে। গোটা দেশ তা জানে। পশ্চিমবঙ্গে তিনি যেমন কৃষি আন্দোলন করেছেন, একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারের আনা চরম কৃষকবিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ থেকে সিঙ্গুর আন্দোলনকারী কৃষকদের সহমর্মিতার বার্তা; সবক্ষেত্রেই প্রতিবাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেকের মন্তব্য, বিভিন্ন সময়ে আমাদের নেত্রী কৃষকদের স্বার্থে যে অবস্থান নিয়েছেন তাতে বর্তমান আন্দোলনকারীরাও সবচেয়ে বেশি ভরসা করে বাংলার মুখ্যমন্ত্রীকেই।

আরও পড়ুন-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা, মৃত ১০

কৃষক-স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন তা মনে করিয়ে রাজ্যসভার দলনেতা বলেন, ২০০৬ সালের ডিসেম্বরে সিঙ্গুরে বলপূর্বক কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে নিজের জীবন বিপন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিনের অনশন-প্রতিবাদ চালিয়েছেন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় সাংসদদের সাংবিধানিক অধিকার বুলডোজ করে তাঁদের কৃষিবিলের বিরুদ্ধে ভোট দিতে দেয়নি বিজেপি সরকার। আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। প্রতিবাদে তাঁরা সংসদে গান্ধীমূর্তির সামনে বসে ধরনা দেন। কৃষকদের প্রতি এই রকমই চরম বৈরিতার মনোভাব কেন্দ্রের সরকারের। ২০২০ সালের ৪ ডিসেম্বর কৃষি আইনের বিরুদ্ধে যখন আন্দোলন চালাচ্ছিলেন দেশের লক্ষাধিক কৃষক, তখন সবার আগে সেখানে সাংসদদের টিম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিল তৃণমূল কংগ্রেসই। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় টানা ২০ মিনিট আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলে সমর্থনের বার্তা দেন। আর এসব ঘটনাই বুঝিয়ে দেয়, বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সবার আগে সোচ্চার হন আমাদের নেত্রীই।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago