প্রতিবেদন : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের শুরু থেকেই হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা (Winter Update)। শনিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। জেলাতেও বাড়ছে শীতের দাপট। আগামী কয়েক দিন একই রকম থাকবে তাপমাত্রা (Winter Update)। কোথাও কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠানামার ফলে কুয়াশার সম্ভাবনা। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালে ও রাতে শীতের আমেজ অনুভূত হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা গরম বাড়বে।
আরও পড়ুন-এবার SIR-এর কাজের চাপে জগৎবল্লভপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

