সাংহাই: অরুণাচল প্রদেশের নাম করতেই চিনের (China) সাংহাই বিমানবন্দরে হেনস্থা করা হল ব্রিটেনে বসবাসকারী এক ভারতীয় তরুণীকে। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করার জন্য তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি পেমা ওয়াংজম থংডক নামের ওই তরুণীর।
আরও পড়ুন-হায়দরাবাদে ভেঙে পড়ল হাসপাতালের ছাদ! মৃত ১ আহত ৪
তাঁর আরও অভিযোগ, সাংহাই বিমানবন্দরে চিনের অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বলেন, অরুণাচল প্রদেশ চিনেরই অংশ। লন্ডন থেকে সাংহাই হয়ে জাপান যাচ্ছিলেন ওই তরুণী। সাংহাই পৌঁছে অন্য বিমান ধরার সময় তাঁকে আটকে দেওয়া হয়। অভিবাসন দফতরের আধিকারিকদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়।

