প্রতিবেদন : এখন হাতের মুঠোয় যেন গোটা বিশ্বের খবর। আবহাওয়ার পূর্বাভাসও মিলছে ফোনেই। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অক্ষয়তৃতীয়ার দিন হিট স্ট্রোকের সতর্কতার খবর। সেখানে বলা হয়েছে ৩০ এপ্রিল বুধবার হিট স্ট্রোকের (Heat Stroke) সতর্কতা জারি করা হয়েছে। তবে এই খবর সম্পূর্ণ যে ভিত্তিহীন তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট বিভাগের অধিকর্তা নিতাইচন্দ্র ভট্টাচার্য জানান, এই ধরনের কোনওরকম হিট স্ট্রোকের (Heat Stroke) কথা আলিপুর আবহাওয়া দফতর জানায়নি। বরং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সোমবার থেকেই এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমবে। সোমবার থেকেই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে মিলবে মুক্তি। টানা বৃষ্টির কারণে ৩০ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন-পিছোল শুনানি