কলকাতার (Kolkata) গ্যালিফ স্ট্রিটের (Galiff street) হাটে খুব সীমিত সংখ্যক দোকানদারের কাছে পাওয়া গেল লঙ্কার চারা। তাও পড়ে আছে মাত্র ১-২ বান্ডিল করে। একজনের কাছে চারাগুলি খুবই ছোট। অন্য জনের চারাগুলি তুলনামূলক ভাবে বড়। দামের ফলে বিধ্বস্ত মধ্যবিত্ত এবার লঙ্কা গাছ লাগিয়ে খাওয়া শুরু করল কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে লঙ্কার চারার চাহিদা বেড়ে গিয়েছে। ডায়মন্ড হারবারের মগরাহাট থেকে আসা এক চারা বিক্রেতা এই মর্মে জানান, গত সপ্তাহের তুলনায় এবার লঙ্কার চারা খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছে। সকাল বারোটার মধ্যে সব শেষ। এমনটা হবে জানালে আরও বেশি চারা আনার কথাও বললেন তিনি। এক ডজন চারার দাম খুব একটা কম নয়। ছোট সাইজের লঙ্কার এক ডজন চারার দাম ৪০টাকা। একটু বড় সাইজের চারা ৭০ টাকা ডজন।
আরও পড়ুন-ইডেন ম্যাচ নিয়ে আজ বৈঠক
লঙ্কার দাম গত সোমবারের কলকাতা ও শহরতলীর বাজারে ছিল ৪০০ টাকা। কাঁচা সবজির বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে শহরের বেশ কয়েকটি বাজারে টাস্ক ফোর্স ঘুরে বেড়িয়েছে। তার পর কিছুটা হলেও কমছে। শিয়ালদহ কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে এই বিষয়ে জানান, ‘রাজ্যে লঙ্কা আসে কাটিহার থেকে। অনেকদিন ধরে ওই এলাকা থেকে লঙ্কা আসছিল না। কিন্তু আবার লঙ্কা আসতে শুরু করেছে। তাই আশা করা যায় ধাপে ধাপে লঙ্কার দাম কমবে।’ তবে সেই ভরসায় মধ্যবিত্ত যে আর নেই সেটা বোঝাই যাচ্ছে। বাড়িতে লঙ্কার চারা লাগিয়ে লঙ্কা খাওয়ার চিন্তাভাবনা তারা করেই ফেলেছে সেই নিয়ে সন্দেহ নেই।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…