হেমন্তের ঘ্রাণে আসছে পরিযায়ীরা

Must read

সংবাদদাতা, মালদহ : শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে। হিমেল হাওয়া গায়ে লাগার আগেই দূর দেশ থেকে আসতে শুরু করেছে পরিযায়ী অতিথিরা। মালদহের কালিয়াচকের পঞ্চানন্দপুর গঙ্গানদীর চরে চোখ রাখলেই দেখা মিলছে নানা রঙের পরিযায়ী পাখির। ঝাঁকে ঝাঁকে এসে নিজের ছন্দে খেলে বেড়াচ্ছে তারা।
হোয়াইট টেইল, স্টোনচ্যাট, ব্লু থ্রোট, স্ট্রবেরি ফিঞ্চ প্রজাতির পাখিদের দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে চোরাশিকারি রুখতে সচেতনতামূলক প্রচার শুরু করেছে বন দফতর। এই বিষয়ে পঞ্চায়েতের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছে বন দফতর। পাখি রক্ষায় ইতিমধ্যে মাইকিং করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রচার চালানো শুরু করা হয়েছে।

আরও পড়ুন-বালাসন সেতু দেখতে বিশেষ দল

মালদহের রেঞ্জ অফিসার সুজিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, গঙ্গানদীর চরে প্রতিবছরই বিদেশি পাখিদের ভিড় বাড়ে। শীতের আমেজের আগেই পরিযায়ী পাখিদের আনাগোনায় মনে করা হচ্ছে এবারে মরশুমে পাখির সংখ্যা আরও বাড়বে। এই পাখিদের নিয়ে হতে পারে গণনা।

Latest article