এতই বাংলাবিদ্বেষ বিজেপির! মোহনবাগান ও ইস্টবেঙ্গল উচ্চারণেও বিকৃতি মন্ত্রীর

Must read

প্রতিবেদন : বাংলার শতাব্দীপ্রাচীন দুই ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East bengal_Mohun Bagan)। শুধু বাংলা নয়, গোটা ভারতের গর্ব। সেই দুই ক্লাবের নামটুকুও ঠিক করে উচ্চারণ করতে পারলেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার আইএসএলের দিনক্ষণ ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানেই কোন দলগুলি খেলবে সেটা বলতে গিয়েই মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম নিতে হয় তাঁকে। কিন্তু কলকাতা ময়দানের দুই ঐতিহ্যবাহী ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়েই ছড়িয়ে লাট করলেন মনসুখ মাণ্ডব্য। যা নিয়ে মাণ্ডব্যকে কটাক্ষ করলেন মোহনবাগানের সহ-সভাপতি তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দেশের ক্রীড়ামন্ত্রীর হাস্যকর উচ্চারণ নিয়ে উত্তাল নেটপাড়াও। সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

দীর্ঘদিন ধরে আইএসএল জট কাটাতে ব্যর্থ এআইএফএফ। শেষপর্যন্ত আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। মঙ্গলবার সন্ধ্যায় অপদার্থ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে পাশে বসিয়ে আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। অংশগ্রহণকারী ১৪টি ক্লাবের নাম পড়তে গিয়ে মাণ্ডব্য দেশের দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম বলেন, ‘মোহনবেগান’ ও ‘ইস্টবেগান’! কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হিসেবে শুধু ভুল উচ্চারণই করলেন না, কোটি কোটি মানুষের ভালবাসা-আবেগকেও অসম্মান করলেন।

আরও পড়ুন- টার্গেট ১৫-০! ইটাহারে জনসুনামি, ছাব্বিশে জয়ের খুঁটিপুজো হল এখান থেকেই : অভিষেক

মাণ্ডব্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখে মোহনবাগানের (East bengal_Mohun Bagan) নাম উচ্চারণ করতে পারছেন না। এটা কী? শতাব্দীপ্রাচীন দুই ক্লাব। জাতীয় ক্লাব মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। এই নামগুলো তিনি জানেন না? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ভারতবর্ষের ফুটবলকে উজ্জ্বল করেছে। এরা বাংলার মনীষীদের অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানেন না। এদের দেখে রাখুন, চিনে রাখুন। বাংলা-বাঙালির নিজের হতে পারেন না। ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার নাম শুনলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের! তৃণমূলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তীর কটাক্ষ, দেশের ক্রীড়ামন্ত্রী দেশের গর্ব দুই ক্লাবের নামটুকু জানবেন না? আমাদের প্রাণপ্রিয় ইস্টবেঙ্গল-মোহনবাগানকে বলছেন ইস্টবেগান-মোহনবেগান! চোদ্দপুরুষের ভাগ্য ভাল যে বেগানকে ভেগান বানিয়ে দেননি!

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হাস্যস্পদ উচ্চারণের ভিডিও দেখে সমাজমাধ্যমে রসিকতা করতে ছাড়েননি দুই প্রধানের সমর্থকরা। অনেকে আবার ক্রীড়ামন্ত্রীর ভুল উচ্চারণ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, দুই শতাব্দীপ্রাচীন ক্লাব শুধু আইএসএলের ক্লাব নয়, ভারতীয় ফুটবলের পথপ্রদর্শক। অথচ দেশের ক্রীড়ামন্ত্রীই কি না ভারতবর্ষের দুই ঐতিহ্যবাহী ক্লাবের নাম ঠিক করে উচ্চারণ করতে পারছেন না! এতেই ভারতীয় ফুটবলের বর্তমান চিত্রটা সামনে ফুটে উঠছে। এক মোহনবাগান সমর্থক আবার লিখেছেন, আমি বিশ্বাস করতে পারছি না, দেশের ক্রীড়ামন্ত্রী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের নাম ভুল বলছেন। মনে হচ্ছে, উনি ভারতের দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নামই কোনওদিন শোনেননি! বাংলার অনেক ফুটবলপ্রেমীর দাবি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাংলার ফুটবল নিয়ে সচেতনতা ও সম্মানের ঘাটতি রয়েছে।

Latest article