বিএসএফ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে এ শহরের রাজপথে মিছিলের শেষে ধর্মতলার মঞ্চ থেকে বিএসএফের শাস্তির দাবিতে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন : বিএসএফের ন্যক্কারজনক কাণ্ডকারখানার শিকার হচ্ছে বাংলার মানুষ। এক বাংলাদেশি নাগরিককে হেফাজতে নিয়ে অকথ্য অত্যাচার করে মেরেই ফেলেছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে বিএসএফের গুন্ডামির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে এ শহরের রাজপথে মিছিলের শেষে ধর্মতলার মঞ্চ থেকে বিএসএফের শাস্তির দাবিতে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-অভিষেককে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে

বলেন, বাংলাদেশ প্রশাসনের তরফে আমাদের রাজ্যের পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। ইসকনের একজন শিক্ষিত পুরোহিতকে বিএসএফ অত্যাচার করে মেরে ফেলেছে। তিনি নাকি বাংলাদেশি! এটা একটা খারাপ উদাহরণ। বিএসএফের এই ঘৃণ্য কাজ নিয়ে নেত্রী আরও বলেন, কেউ কোনও দোষ না করলেও বিএসএফ তাঁকে গ্রেফতার করে আটকে রাখছে। বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না কেন? কেন গ্রেফতার করা হয় না? তাঁর আরও সংযোজন, কাউকে বাংলাদেশি বলে সন্দেহ হলে আইনত পদক্ষেপ নাও। কাউকে মেরে ফেলার অধিকার বিএসএফের নেই।

Latest article