সংবাদদাতা, দেগঙ্গা : মন্দিরে পুজো দিতে এসে অত্যধিক গরমে অসুস্থ হয়ে সেখানেই মৃত্যু হয়েছিল এক পুণ্যার্থীর। সাম্প্রতিক এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে চাকলা লোকনাথ মন্দিরে ১০ শয্যার একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্দির কমিটি ও প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই রাজ্য সরকারের একগুচ্ছ সামাজিক কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন-ডায়মন্ড লিগ দিয়ে ট্র্যাকে ফিরছেন নীরজ
চাকলা ধাম পরিদর্শনে গিয়ে একগুচ্ছ উন্নয়ন কর্মসূচির কথা আগেই জানান জেলার প্রশাসনিক কর্তারা। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের জন্য ১৫ কাঠা জায়গা দেবে মন্দির কমিটি। সেই জমিও দেখেছেন প্রশাসনের আধিকারিকরা। স্বাস্থ্যকেন্দ্র গড়ে দেবে রাজ্য সরকার। পাশাপাশি চাকলা মন্দিরের একগুচ্ছ উন্নয়নের কাজ নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মহকুমা শাসক সোমা সাউ, হাবড়ার পুর প্রশাসক নারায়ণ সাহা-সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক এবং জেলা পুলিশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। সেখানেই ঠিক হয় দ্রুত চাকলার লোকনাথ মন্দিরে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ-সহ যাবতীয় উন্নয়ন কাজ শুরু হবে। সুবিধা হবে পুণ্যার্থীদের।