পাথরপ্রতিমায় আরও নতুন ৪টি জেটির শিলান্যাস করলেন মন্ত্রী

সুন্দরবনের নদী এলাকায় মানুষের যাতায়াতের জন্য পাথরপ্রতিমায় ৪টি পল্টন জেটির আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : সুন্দরবনের নদী এলাকায় মানুষের যাতায়াতের জন্য পাথরপ্রতিমায় ৪টি পল্টন জেটির আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাথরপ্রতিমার বিভিন্ন দ্বীপ ঘুরেও দেখেন তিনি। পাথরপ্রতিমার এক দ্বীপ থেকে অন্য দ্বীপ কিংবা শহরতলিতে যাওয়ার জন্য ভুটভুটি, লঞ্চ ও নৌকাই ভরসা। তাই পারাপারের জন্য স্থায়ী জেটির দাবি ছিল সুন্দরবনের মানুষের। রোগী, বয়স্ক মানুষ, ছাত্র-ছাত্রী থেকে ব্যবসায়ী, শ্রমিক, মুটেদের মালপত্র নিয়ে ঝুঁকির সঙ্গে নৌকা, লঞ্চ ও ভুটভুটিতে ওঠানামা করতে হয়।

আরও পড়ুন-রাজা রামমোহনের মামাবাড়ির পুজো ৬০০ পেরোল

তাই তাদের পল্টন জেটির দাবি ছিল দীর্ঘদিনের। আর সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার পাথরপ্রতিমার বিভিন্ন দ্বীপে ৬টি পল্টন জেটি তৈরির কথা ঘোষণা করেছিল। ইতিমধ্যে রামগঙ্গার পাথরপ্রতিমা ও নামখানাতে দুটি জেটির কাজ শুরু হয়ে গিয়েছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কাজ যাতে দ্রুতগতিতে শেষ হয় তার জন্য ঠিকাদারদের বলা হয়েছে। ইতিমধ্যে যে দুটি জেটির কাজ শুরু হয়েছে তা ঘুরে দেখেন মন্ত্রী।

Latest article