সংবাদদাতা, জলপাইগুড়ি : চাষের সুবিধায় সেচ ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার চাষের সমস্যা সমাধানে জলপাইগুড়ি জেলাশাসকের কনফারেন্স হলের এই বৈঠকে ছিলেন তিন মন্ত্রী উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন এবং বুলুচিক বরাইক। প্রচুর ছোট ছোট খাল রয়েছে যেগুলি তিস্তার মূল খালের সঙ্গে সংযোগ করা নেই। যার ফলে চাষের জলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কৃষকেরা। দ্রুত এই খালগুলি মূল খালের সঙ্গে যোগ করার নির্দেশ দেন সেচমন্ত্রী।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে হবে সমাধান
এর পাশাপাশি ভাঙন রুখতেও হয় আলোচনা। ভাঙন পরিদর্শনে সেচমন্ত্রী এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন যাবেন। সেই মানুষদের সুবিধা অসুবিধার কথা শুনবেন। সমস্ত এলাকা ঘুরে দেখে এলাকার বাসিন্দাদের সুবিধে মতো সেচ দফতর কাজ করবে। নতুন কোনও প্রকল্পের আগে পুরনো প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার কথা এদিন তিন মন্ত্রীর বৈঠকে স্থির হয়। ভাঙনপ্রবণ এলাকাগুলিতে বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু হবে বলেও এদিনের বৈঠকে স্থির হয়।