প্রতিবেদন : কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন চার দিন পার। অনশনের জেরে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে। কলেজে পৌঁছন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। নির্বাচন নিশ্চিতভাবে হবে বলে তিনি জানান। কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট দিন জানানো সম্ভব নয়।
আরও পড়ুন-প্রতিবাদে মুখর শ্রমিকরা
আন্দোলনকারী পড়ুয়ারা নাগরিক মিছিলের ডাক দিয়েছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াও রবিবার আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার কথা জানান৷ কলকাতা মেডিক্যালে জট কাটাতে আগামিকাল বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিব।