সেতুর কাজ দেখলেন মন্ত্রী

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে বলে তিনি আধিকারিকদের স্পষ্টভাবে জানিয়ে দেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

Must read

সংবাদদাতা, হাওড়া : সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ সরেজমিনে ঘুরে দেখলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। সোমবার সাঁতরাগাছি সেতুতে গিয়ে কীভাবে সংস্কারের কাজ চলছে তা খতিয়ে দেখার পাশাপাশি দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলেন।

আরও পড়ুন-চলো গ্রামে যাই নিহতদের প্রিয়জনদের পাশে তৃণমূল

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে বলে তিনি আধিকারিকদের স্পষ্টভাবে জানিয়ে দেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এই কাজের জন্য সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থা চালু হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কোনা এক্সপ্রেসওয়ে ও বিকল্প রাস্তাগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচলে তেমন সমস্যা হয়নি। সামান্য যানজট থাকলেও ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রায় স্বাভাবিকভাবেই যান চলাচল করেছে।

Latest article