মন্ত্রী ঘুরে দেখলেন মেলা-প্রাঙ্গণ

এই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি হাতের তৈরি সামগ্রী তুলে ধরার জন্য ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি স্তরে। যার মধ্যে সৃষ্টিশ্রী মেলা একটি

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের সম্ভার নিয়ে শুরু হল সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার জেলার গ্রামোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক।

আরও পড়ুন-শিক্ষার মান নেমেছে স্বীকার করেও উপাচার্য আক্রমণেই

উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়-সহ বিভিন্ন আধিকারিকেরা। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। রাজ্য সরকার আনন্দধারা প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলা গ্রামপঞ্চায়েত এলাকায় ৩১ হাজার,স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি হাতের তৈরি সামগ্রী তুলে ধরার জন্য ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি স্তরে। যার মধ্যে সৃষ্টিশ্রী মেলা একটি।

Latest article