প্রতিবেদন : বিজেপি এবং গেরুয়া দলের নেতারা যে কতটা নারীবিদ্বেষী ফের একবার তার প্রমাণ মিলল। এনসিপি নেত্রী তথা সাংসদ সুপ্রিয় সুলেকে আক্রমণ করতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল বলেন, আপনি কেন রাজনীতির ময়দানে আছেন তা বোধগম্য হচ্ছে না। আপনার উচিত রাজনীতি ছেড়ে বাড়িতে বসে রান্না করা। আপনি দিল্লি গিয়ে হোক বা কবরস্থানে গিয়ে আমাদের জন্য ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করে দিন।
আরও পড়ুন-ত্রিপুরা : জিততে ঝাঁপাবে তৃণমূল
একজন মহিলা নেত্রী তথা সাংসদ সম্পর্কে এ ধরনের মন্তব্যের জন্য গোটা দেশজুড়ে এই বিজেপি নেতা তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নেটিজেনরা স্পষ্ট বলেছেন, মহিলাদের সম্পর্কে বিজেপি কী মনোভাব পোষণ করে চন্দ্রকান্তের বক্তব্যে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ওই বিজেপি নেতার কথাতেই প্রমাণ হয় যে, মহিলাদের প্রতি বিজেপির এতটুকু শ্রদ্ধা নেই। সম্প্রতি মধ্যপ্রদেশের স্থানীয় নির্বাচনে অনগ্রসর জাতির জন্য আসন সংরক্ষণের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়টি সামনে এনে বিজেপিকে কটাক্ষ করেছিলেন সুপ্রিয়া। এনসিপি নেত্রীর ওই বক্তব্যের জবাব দিতে গিয়েই বিদ্বেষমূলক মন্তব্য বিজেপি নেতার৷