সুমন তালুকদার, অশোকনগর: বাম জমানা থেকে শুরু হয়েছিল সমস্যা ও দুষ্কৃতী–দৌরাত্ম্য। তার ইতি টেনে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সীমান্তবর্তী শ্রীকৃষ্ণপুরে অবস্থিত প্রায় ১০০ বিঘার আশুদি বিল। এই সরকারি বিল ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চাইছেন নারায়ণ।
আরও পড়ুন-শ্যামলের ১০ টাকার বিরিয়ানিতে মজেছে কাটোয়া
প্রাথমিক কাজ শেষ। সাজিয়ে তোলার সরকারি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। একসময়ে সরকারি এই জলাশয়ে মাছচাষ করিয়ে রোজগার ছিল মুষ্টিমেয় বাম নেতার কাজ। জমানা চলে গেলেও দুষ্কৃতীদের সামনে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বখরা নিয়ে দুষ্কৃতী–দৌরাত্ম্য লেগে থাকত। অশোকনগর থেকে জয়ী হওয়ার পরেই নারায়ণ বেআইনি ব্যবসা বন্ধে উদ্যোগী হন। জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জায়গাটিতে ছোট ছোট কটেজ করে, বোটিংয়ের ব্যবস্থা করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে দূরদূরান্তের মানুষ আসবে। স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। এলাকায় কিছু ধীবর সম্প্রদায়ের মানুষ আছেন। সরকারি ব্যবস্থায় তাঁদের দিয়ে মাছচাষের ব্যবস্থা করলে তাঁরাও উপকৃত হবেন।