প্রতিবেদন : কৌশলী পদক্ষেপ করছে তৃণমূল। শনিবার রাজভবনে ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। থাকছেন শুধুমাত্র উপমুখ্য সচেতক তাপস রায়। শনিবার বিকেলে রাজভবনে তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে (Nirmal Chandra Roy) শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতায় চলে আসার নির্দেশ দেয়। সেইমতো শুক্রবার বিধায়ক কলকাতা এসে পৌঁছেছেন। দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের জানান, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পরামর্শ দেবেন বিধায়ক হিসেবে কীভাবে কাজ করব। ধূপগুড়িকে মহকুমা তৈরির কাজই আগে করব। তার পদ্ধতি ধীরে ধীরে শুরু করব।
আরও পড়ুন- বিজেপি বিধায়ককে জেরা সিআইডির