রাজনীতি

কৃষকদের প্রতিশ্রুতি দিয়েও রাখেনি, মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে মোর্চা ৩১ জানুয়ারি দেশজুড়ে বিশ্বাসঘাতক দিবস পালন

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : মোদি সরকারের প্রতিশ্রুতিভঙ্গের প্রতিবাদে ফের আন্দোলনমুখী কৃষকরা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আবার বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। আগামী ৩১ জানুয়ারি ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করা হবে বলে জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা।

গত ৯ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার (Central Government) সংযুক্ত কিসান মোর্চাকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে চলমান কৃষক আন্দোলন প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। আর সেই চিঠির ভিত্তিতেই টানা ১৩ মাসের কৃষক আন্দোলন প্রত্যাহার করেছিল কিসান মোর্চা। কিন্তু চিঠিতে দেওয়া একটিও প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেনি কেন্দ্রীয় সরকার (Central Government)। ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন আনার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও এখন শীতঘুমে চলে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে সংযুক্ত কিসান মোর্চা। সেইসঙ্গে তাদের ঘোষণা, আগামী ৩১ জানুয়ারি গোটা দেশে কেন্দ্রের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন করা হবে।

আরও পড়ুন – গণতন্ত্র নয়, বাংলাকে বঞ্চনার ট্র্যাডিশন 

শনিবার মোর্চার পর্যালোচনা বৈঠকে ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তের কাছে কাজারিয়া গ্রামে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিল শতাধিক কৃষক সংগঠন। গত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষক আন্দোলন প্রত্যাহারের পর এটাই ছিল সংযুক্ত কিসান মোর্চার প্রথম বৈঠক। এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে ‘মিশন উত্তরপ্রদেশ’ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে কিসান মোর্চা বলেছে, লখিমপুর-খেরি হত্যাকাণ্ডে যোগী সরকার এবং বিজেপির নির্লজ্জ মনোভাব থেকে এটা স্পষ্ট যে তারা জনজীবনের মর্যাদাকে পাত্তা দেয় না। এসআইটি রিপোর্টে ষড়যন্ত্রের কথা স্বীকার করা সত্ত্বেও এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী অজয় মিশ্র টেনি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বহাল থেকে কৃষকদের ক্ষতে লবণ দিচ্ছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় কৃষকদের জড়িয়ে দিতে ও গ্রেফতার করতে তৎপর। বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় এবার লখিমপুর-খেরিতে স্থায়ী অবস্থান বিক্ষোভের ঘোষণা করবে সম্মিলিত কিসান মোর্চা। একইসঙ্গে সংযুক্ত কিসান মোর্চা স্পষ্ট করে দিয়েছে, ‘মিশন উত্তরপ্রদেশ’ কর্মসূচির মাধ্যমে কৃষক বিরোধী রাজনীতিকে উচিত শিক্ষা দেওয়া হবে।

 

আরও পড়ুন – কেন বাদ বাংলার নেতাজি ট্যাবলো ? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে 

এর পাশাপাশি পর্যালোচনা বৈঠকে কৃষক নেতারা পাঞ্জাব বিধানসভা নির্বাচনে মোর্চার অংশগ্রহণ সম্পর্কে চলতে থাকা বিতর্কের অবসান ঘটিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত কিসান মোর্চা প্রথম থেকেই জানিয়েছিল যে সরাসরি কোনও রাজনৈতিক দল মোর্চার নাম, ব্যানার বা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। বিধানসভা নির্বাচনেও একই নীতি প্রযোজ্য। সম্মিলিত কিসান মোর্চার নাম বা ব্যানার বা প্ল্যাটফর্ম কোনও দল বা প্রার্থী নির্বাচনে ফায়দা তোলার জন্য ব্যবহার করতে পারবে না। কোনও কৃষক সংগঠন বা নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সংযুক্ত কিসান মোর্চায় থাকবেন না। প্রয়োজনে বিধানসভা নির্বাচনের পর এপ্রিল মাসে এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি চারটি শ্রমবিরোধী কোড প্রত্যাহারের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে এবং বেসরকারীকরণের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। কিসান মোর্চা গ্রামীণ ধর্মঘটের আকারে এই আহ্বানকে সমর্থন ও সফল করার সিদ্ধান্ত নিয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

15 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

39 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

43 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

51 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

57 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago