প্রতিবেদন: সংসদকে হত্যা করছে মোদি সরকার- সংসদের বর্তমান অচলাবস্থার জন্য বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন৷ তৃণমূলের অভিযোগ, জনগণের ইস্যু নিয়ে আলোচনা দূরে থাক, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জেরে আলোচনা ছাড়াই একের পর এক বিল সংসদে পাস করিয়ে নিয়েছে মোদি সরকার, তা দেশের সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী।
আরও পড়ুন-বিরোধীদের চাপেই সংবিধান নিয়ে আলোচনা হবে সংসদে
ডেরেক ও’ব্রায়েনের কথায়, তৃণমূল কংগ্রেস বারবারই বলেছে তাঁরা সংসদ চলার পক্ষে৷ সংসদীয় কক্ষে আলোচনার মধ্যে দিয়েই বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতে সরব হবেন তৃণমূল সাংসদরা। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বিপুল বকেয়া টাকা, দ্রব্য মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আবাস যোজনার সমস্যা গুলিও উত্থাপন করা হবে দলনেত্রীর দেখানো পথে, সোমবার দিল্লিতে জানান ডেরেক ও ব্রায়ান৷ এই প্রসঙ্গেই ডেরেকের দাবি, আমরা চাই সংসদ চলুক, যেখানে আমাদের প্রশ্নের মুখোমুখি হয়ে সরকার উত্তর দিক, কেন তারা বারবার বাংলাকে বঞ্চনা করছে৷ সরকার তা করতে চায় না৷ ওরা আলোচনা থেকে পালাতে চাইছে৷ তাই তড়িঘড়ি সংসদ মুলতুবি করে দেওয়া হচ্ছে, প্রতিদিন৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা৷ একই সুরে সোমবার সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর সাফ কথা, বারবারই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস চায় সংসদ চলুক৷ লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাত করেও একই দাবি তুলেছি আমরা৷ তারপরেও বিজেপি সরকার চাইছে না সরকার চালাতে৷ এদিন কোনও দল ওয়েলে না নামলেও সরকারই সংসদ অচল করে দিয়েছে।