জাতীয়

সংসদীয় কমিটির বৈঠকে কোণঠাসা মোদি সরকার

নয়াদিল্লি: তৃণমূলের দেখানো পথেই রামজি বিল নিয়ে সংসদীয় কমিটিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী সাংসদরা। প্রশ্ন তুললেন, কীভাবে কার্যকর করা সম্ভব হবে এই নতুন আইন? যতদিন না এর বাস্তবায়ণ সম্ভব না হচ্ছে, ততদিন কি বন্ধ থাকবে শ্রমিকদের রোজগার? বাংলা-সহ বিভিন্ন রাজ্যের বকেয়া পাওনা কবে মেটানো হবে তা নিয়েও প্রশ্ন ওঠে সংসদীয় কমিটির বৈঠকে (parliamentary committee meeting)। জাতির জনক মহাত্মা গান্ধীকে অসম্মান করে গায়ের জোরে অসাংবিধানিক গ্রামীণ রোজগার আইন ‘ভি বি জি রাম জি’ তৈরি করেছে মোদি সরকার৷ এই জনবিরোধী আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ এই আইন দেশের খেটে খাওয়া মানুষের অধিকার খর্ব করছে, দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সোমবার তৃণমূলের এই অবস্থানকেই মান্যতা দিয়েছে বিরোধী শিবিরের প্রতিনিধিরা৷

আরও পড়ুন-উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের সাজা স্থগিতের রায়ে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

নতুন ভি বি রাম জি আইনের প্রয়োগ নিয়ে সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির (parliamentary committee meeting) বৈঠকে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে জেরবার মোদি সরকার৷ নতুন আইন প্রয়োগ করতে সময় লাগতে পারে প্রায় ৬ মাস, কারণ আগে তার বিধি(রুল) তৈরি করতে হবে৷ বিধি না থাকলে আইন কার্যকর করা যাবে না কোনও মতেই৷ এই পরিস্থিতিতে কীভাবে নতুন আইন কার্যকর করা হবে? ৬ মাস সময় যদি লাগে এই আইন প্রয়োগ করতে, তাহলে এই ৬ মাস কী গ্রামীণ রোজগার প্রকল্পের কাজ বন্ধ থাকবে? তাহলে গরিব খেটে খাওয়া মানুষজনের পেট চলবে কী করে ? সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় কমিটির এমনই সব প্রশ্ন তুলেছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী৷ সেই বাজেটে কী ভাবে গ্রামীণ রোজগার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হবে ? প্রশ্ন তোলা হয়েছে এদিনের বৈঠকে৷ তাদের এই সব প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি বৈঠকে উপস্থিত উচ্চপদস্থ কেন্দ্রীয় আমলারা৷ এর পরেই বৈঠকে উপস্থিত বিরোধী শিবিরের সদস্য সাংসদরা প্রশ্ন তোলেন, যে সব রাজ্য মনরেগা প্রকল্পের খাতে বিপুল পরিমাণ টাকা পায় কেন্দ্রের থেকে তারা কীভাবে নিজেদের ন্যায্য পাওয়া বকেয়া টাকা ফেরত পাবে? সংসদীয় সূত্রের দাবি, এই সব প্রশ্নেরও কোনও উত্তর দিতে পারেনি মোদি সরকারের উচ্চপদস্থ আমলারা৷ সংসদীয় সূত্রের দাবি, মারাত্মক চাপের মুখে শেষ পর্যন্ত সরকারি আমলারা জানিয়েছেন যতদিন পর্যন্ত না নতুন আইন শুরু করা হচ্ছে, ততদিন পর্যন্ত পুরোনো আইনের বলে পর্যায়ক্রমিক কাজ চালানো সম্ভব কী না, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হবে৷ বৈঠকের পরে গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সপ্তগিরি উলাকা বলেন, মনরেগা একটা রূপান্তরের স্তরে আছে৷ এই অবস্থায় গোটা প্রকল্পের রূপান্তর কী ভাবে সম্পন্ন হবে তা নিয়েই এদিন সবিস্তারে আলোচনা করা হয়েছে৷ বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে সরকারকে৷

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

15 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

24 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

49 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago