দেবর্ষি মজুমদার, শান্তিনিকেতন: শান্তিনিকেতন থেকে অনতিদূরে আদিবাসী গ্রামে প্রকৃতির কোলে গড়ে ওঠা মনগঠনের পাঠশালা ‘মনমাঝি’ (Monmajhi)। সঙ্গে আছে অনুভব ওয়েলফেয়ার ট্রাস্ট, বেড়গ্রাম পল্লী সেবানিকেতন হাইস্কুল। মনমাঝি (Monmajhi) ভুবনডাঙা থেকে কিছু দূরে মনেডাঙা গ্রামে। নীরবে কাজ করে চলেছেন স্কুলশিক্ষিকা প্রতিভা গঙ্গোপাধ্যায় ও তাঁর স্বামী কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ ঘোষ। ছেলে অনুভবের নামেই গড়ে তুলেছেন ‘অনুভব ওয়েলফেয়ার ট্রাস্ট’। মনেডাঙা এবং কয়েকটি আশপাশের গ্রাম নিয়ে তাঁদের কাজ। আদিবাসী গ্রামে বাড়ির দেওয়ালে কবির সহজপাঠ। এই কাজে প্রতিভাদের সাহায্য করেছেন বিশ্বভারতীর কলাভবনের ছাত্র ঋত্বিক চন্দ্র ও আরও দু-একজন। মূলত স্কুলছুট ছেলেমেয়েদের নিয়ে এই প্রচেষ্টা। গ্রামের আদিবাসী ক্লাবঘরের পাশে খোলা আকাশের নিচে আদিবাসীদের নিয়ে শারীরশিক্ষার ক্লাস শুরু। তারপর মাধ্যমিকস্তরের পড়ুয়াদের কোচিং। দুর্গাপুজো, শিশু উৎসব, ঋতু উৎসব, প্রজাতন্ত্র দিবস, বৃক্ষরোপণ, রক্তদান, সব কিছু নিয়ে আদিবাসী সমাজের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে মনমাঝি।
আরও পড়ুন: প্রাচীন দুই মূর্তি সংগ্রহশালায়