প্রতিবেদন : সপ্তাহ-শেষেই বিদায় নেবে বর্ষা (monsoon)। কমছে বৃষ্টির (monsoon) সম্ভাবনাও। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষাবিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানাচ্ছেন, বর্ষা বিদায়রেখার অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে ২৬ সেপ্টেম্বর থেকে থমকে আছে। তিন-চার দিনের মধ্যে গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। ৩-৪ দিনের মধ্যেই বাংলায় বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে।
আরও পড়ুন- মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশেই নাগরাকাটায় আক্রান্ত হন খগেন