নিহত নাবালিকার মাকে চাকরি রাজ্যের

রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন দফতরের অধীন চাকরি দেওয়া হয়েছে। এতে স্বনির্ভর ভাবে বাঁচতে পারবে মৃতার পরিবার।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ: অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজ্য। নিহত নাবালিকার মাকে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। কালিয়াগঞ্জের ঘটনা। ২০২৩-এ ২০ নির্যাতনের পর নাবালিকা খুন। এই নারকীয় এই ঘটনা নিয়ে জঘন্য রাজনীতি করেছিল বিজেপি। এরপর নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো তো দূর, কোনও খোঁজও নেয়নি।

আরও পড়ুন-আক্রান্ত গ্রামবাসীদের পাশে তৃণমূল কংগ্রেস

অথচ ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক অনুদান হিসাবে পরিবারের হাতে রাজ্যের তরফে তুলে দেওয়া হয় ৮ লক্ষ ২৫ হাজার টাকা। পরিবারটির আর্থিক অনটনের কথা জানতে পারেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কয়েক সপ্তাহের মধ্যেই নির্যাতিতার মায়ের হাতে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। মঙ্গলবার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা চাকরির শংসাপত্র তুলে দেন মৃতার মায়ের হাতে। রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন দফতরের অধীন চাকরি দেওয়া হয়েছে। এতে স্বনির্ভর ভাবে বাঁচতে পারবে মৃতার পরিবার।

Latest article