বঙ্গ

স্বপ্নাদেশে কাত্যায়নীর মূর্তিতে শুরু হয় শেওড়াফুলি রাজবাড়ির মাতৃ-আরাধনা

সুমন করাতি হুগলি: নেই মৃন্ময়ী মূর্তি। নেই আড়ম্বরও। আছে শুধু আভিজাত্য। তার উপর ভর করেই চলে আসছে শেওড়াফুলি রাজবাড়ির মাতৃ আরাধনা। নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছে রাজ পরিবার। কথিত রয়েছে, বর্ধমানের পাটুলির রাজা মনোহর রায় মা সর্বমঙ্গলার স্বপ্নাদেশ পান৷ দেবী স্বপ্নে তাঁকে বলেন পুষ্করিণী খনন করে তাঁকে তুলে আনতে৷ সেইমতো তিনি পরদিন সকালে দুর্গারূপী মাকে বাড়িতে নিয়ে আসেন৷ ১৭৩৩ সালে শেওড়াফুলি রাজবাড়িতে মন্দির করে স্থাপন করেন দেবীকে৷ দেবী কাত্যায়নী মহিষাসুরমর্দিনী রূপে মা পূজিত হন এখানে। অষ্টধাতুর মূর্তি। রাজ পরিবারের পুজো হয়ে আসছে৷

আরও পড়ুন-ধর্মতলায় ১৬৩ ধারা সর্বদাই বিজ্ঞপ্তি শুধু মেয়াদ বাড়াতে

শেওড়াফুলি রাজবংশ মুঘল সম্রাটদের দ্বারা সম্মানিত। শ্রীরামপুরে ডেনিস উপনিবেশ থাকাকালীন শেওড়াফুলি রাজাদের ১৬০১ টাকা করে বার্ষিক খাজনা দিত ডেনিশরা। শ্রীরামপুর কোর্টের জমি সর্বমঙ্গলা দেবীর নামে। অর্থাৎ দেবোত্তর সম্পত্তি। সেই কারণে ইংরেজ আমলে এই রাজ পরিবারকে ৫০ টাকা কর দিতে হত তাদের। এই মূর্তি দশভূজা ও দেবী সিংহবাহিনী। এখানে সিংহের মুখ ঘোড়ার মতো। দশ হাতের দুর্গা ত্রিশূল নিয়ে মহিষাসুরকে বধ করছেন। দুর্গাপুজো ছাড়াও নিত্যদিন পুজো হয় দেবীর। এ বছর ২৫ সেপ্টেম্বর কৃষ্ণপক্ষের নবমীতে বোধনের ঘট বসে পুজো শুরু হয়েছে। নিত্যদিন চলছে চণ্ডীপাঠ। মায়ের কাত্যায়নী রূপ, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এখানে পূজিত হন না। দুর্গাপুজোর ষষ্ঠীতে নবপত্রিকার কলা বউয়ের পুজো হয়। সমস্ত নিয়ম মেনে মা দুর্গার আরাধনা হয়৷

আরও পড়ুন-ছ’টি হাসপাতালে শুরু রাত্তিরের সাথী

আগে এখানে মোষবলি হত, বর্তমানে হয় ছাগবলি৷ কুমারী পুজোর প্রচলন রয়েছে এই রাজ পরিবারে৷ ষাটের দশকের শেষে মন্দিরের দরজা ভেঙে মা সর্বমঙ্গলাকে চুরি করার চেষ্টা হয়েছিল। কিন্ত এই অষ্টধাতুর মূর্তি চোরেরা নিয়ে যেতে পারেনি। মাকে অন্নভোগ দেওয়া হয় না। চালের নৈবেদ্য ও লুচিভোগের প্রচলন রয়েছে। শেওড়াফুলি রাজবাড়ির বর্তমান উত্তরাধিকার বাসবী পাল বলেন, বর্ধমানের পাটুলিতে আসল রাজপ্রাসাদ ছিল। কিন্তু গঙ্গাভাঙনে দু’টি প্রাসাদ তলিয়ে যায়। এরপর থেকে শেওড়াফুলিতেই পাকাপাকি বাস শুরু হয় রাজাদের। এ বছর ২৯১তম বর্ষে পদার্পণ আমাদের পুজোর৷ রাজবাড়ির আরও এক সদস্য সৌরদীপ ঘোষ বর্মন বলেন, প্রাচীন বাংলার দুর্গা মহিষাসুরমর্দিনী রূপেই পূজিত হতেন। শেওড়াফুলির মা সর্বমঙ্গলার নামে রাজ্যের পাঁচ জেলায় দেবোত্তর সম্পত্তি রয়েছে। তবে বর্তমানে তা সবই সরকারের অধীনে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago