”আন্দোলন যেন হিংসাত্মক না হয়” শিক্ষক আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার দিল্লি যাওয়ার সময়ে এই নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার দিল্লি যাওয়ার সময়ে এই নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”কোনও ভাবেই চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু আন্দোলনকারীদের কাছে অনুরোধ, আন্দোলন যেন হিংসাত্মক না হয়।”

আরও পড়ুন-ভারতের দাবিকেই মান্যতা! কোন খাতে কত খরচ, পাকিস্তানকে জানাতে হবে বলল আইএমএফ

বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ নিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি কিছু ফুটেজ দেখেছি। কাউকে দায়ী করছি না। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন”। দিল্লিতে তাঁদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”আমরা ১০০ দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি। বাংলা থেকে ১০ হাজার জন গিয়েছিল। আমাদের মতো জনপ্রতিনিধিদের, মহিলা জনপ্রতিনিধিদের এবং আদিবাসী জনজাতির প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। পরের দিন রাজভবনের সামনে এসে ধরনা দিয়েছি। আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু আন্দোলের নামে বলপ্রয়োগ করে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করে, গেট ভেঙে, জোর জবরদস্তি করলে আন্দোলনের সারমর্ম নষ্ট হয়ে যায়।”

আরও পড়ুন-নায়ক শামি, সাফ চ্যাম্পিয়ন ভারত

রাজ্য সরকারের বিষয়ে স্পষ্ট করেই তিনি জানান, ”রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। এই মামলাটি এখনও বিচারাধীন। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল বিচার হবেই। আমার দৃঢ় বিশ্বাস।”

Latest article