প্রতিবেদন : হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব-২০২৫। বুধবার তৃতীয় বার্ষিক জেটিয়া উৎসবের উদ্বোধনের গিয়ে ‘উৎসব’-বিরোধীদের বলে বলে দশগোল দিলেন সাংসদ পার্থ ভৌমিক। বুধবার বিকেলে তৃতীয় বর্ষ জেঠিয়া উৎসব ও মেলার উদ্বোধন করেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। যারা ‘উৎসব’ বিষয়টির বিরোধিতা করেন, তাঁদের কার্যত ধুয়ে দিয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, উৎসব নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। প্রশ্ন করেন কেন, এই ধরনের উৎসব? যারা সমালোচনা করেন, তারা ঠান্ডা ঘরে টিভির সামনে বসে এই কথা বলেন। এধরনের উৎসবের ফলে প্রান্তিক মানুষেরা আর্থিকভাবে অনেকটাই লাভবান হন। সাংসদের সংযোজন, যাঁদের সমালোচনা করার তাঁরা সমালোচনা করুন, আমরা আমাদের কাজ করি। প্রান্তিক মানুষদের জন্য রুটি-রুচির ব্যবস্থা করি।
আরও পড়ুন-১৩০০ কোটি টাকা রাজস্ব লাভ, মুখ্যমন্ত্রীর প্রকল্প সৌজন্যে চাঙ্গা বাংলার অর্থনীতি
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক সনৎ দে এবং বীজপুর বিধানসভার বিধায়ক তথা উৎসব কমিটির চেয়ারম্যান সুবোধ অধিকারী। পার্থ ভৌমিকের সুরেই বিধায়ক সনৎ দে বলেন, আমাদের সরকারকে অনেকে মেলা-খেলার সরকার বলেন। তাহলে এই মেলা-খেলার সরকার চলছে, চলবে। এদিন উৎসবের সূচনায় হালিশহরের বিভিন্ন বিদ্যালয় এবং ক্লাব সংগঠনের তরফ থেকে সুদৃশ্য ট্যাবলো-সহ শোভাযাত্রা করা হয়। উৎসবে শতাধিক স্টলের পাশাপাশি শিশুদের জয়-রাইড সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। এছাড়াও থাকছে স্বাস্থ্য শিবির। হালিশহর স্টেশন সংলগ্ন জেঠিয়া স্কুল মাঠে জেটিয়া উৎসব কমিটি আয়োজিত এই শীতকালীন মেলা তিনবছরেই জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। উৎসব চলবে ১৫ জানুয়ারির পর্যন্ত।