সংবাদদাতা, ঘাটাল : ঘাটালের (Ghatal) বন্যা পরিস্থিতি দেখতে এলাকায় এসে এলাকার সাংসদ দেবের প্রতিক্রিয়া, এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কীভাবে থাকা যায়, কীভাবে মানুষকে সাহায্য করা যায় সেজন্যই আমরা এখানে এসেছি। ঘাটালের বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে সংসদ তথা অভিনেতা দেব বলেন, ‘‘আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, যাঁরা জলের তলায় রয়েছেন তাঁরাই বোঝেন কষ্টটা কী। প্রকৃতির ওপর তো কারও হাত নেই, এখন আমাদেরকে কীভাবে মানুষকে সাহায্য করা যায় তা ভাবতে হবে।’’
আরও পড়ুন-সংসদীয় স্থায়ী কমিটি তৈরি হল না কেন? মোদিকে তোপ ডেরেকের
অপরদিকে তাঁর সঙ্গে আসা মন্ত্রী জাভেদ খান বলেন, ‘‘এলাকায় বোট-সহ যাবতীয় মেশিনারি আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি। এখানকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে। তবে অনেক বড় বন্যা তো খুব তাড়াতাড়ি মোকাবিলা করা সম্ভব নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে ঘুরে গিয়েছেন। জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, আমরাও এসেছি, প্রয়োজনে আবার আসব। ঘাটালের মানুষকে বন্যাকবলিত এলাকার থেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের।’’ মন্ত্রী জাভেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিড বোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে সাংসদ নিজে হাতে ত্রাণ তুলে দেন।