নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : করোনা অতিমারির সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে সাংসদরা কাজ করেছেন, তাঁদের সেইসব অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করল লোকসভার সচিবালয়। এই দুঃসময়ে নানাভাবে মানুষের পাশে থাকা ও তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য লোকসভার বিভিন্ন দলের সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি প্রকাশিত বইতে রয়েছে তৃণমূল কংগ্রেসের ৬ সদস্যের লেখাও।
আরও পড়ুন-ভোট উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও
টানা দুই বছর ধরে করোনা অতিমারি চলছে দেশজুড়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তরঙ্গে করোনা সংক্রমণের পাশাপাশি আঘাত এসেছে সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতিতে। প্রতিকূল সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার চেষ্টা করেছেন লোকসভার জনপ্রতিনিধিরাও। অতিমারিতে নিজেদের সেই অকথিত অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন সাংসদরা।
লোকসভা থেকে প্রকাশিত বইতে করোনাকালে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, দীপক অধিকারী (দেব), সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। করোনা সময়কালের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী, কংগ্রেস সাংসদ শশী থারুর, ডিএমকে সাংসদ কানিমোজি সহ আরও অনেকে। সব মিলিয়ে লোকসভা থেকে প্রকাশিত বইটি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকল।