অনুপম সাহা, কোচবিহার: সকাল থেকে জনসংযোগ। দাঁড়িয়ে থেকে রাস্তা, নিকাশি সমস্যার সমাধান। সব দায়িত্ব সেরে সোজা সেটে যাচ্ছেন চেয়ারম্যান। লাইট, আকশন, ক্যামেরা রোল হতেই ঝরেঝরে সংলাপ, একাবারে অন্য ভূমিকায় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ! এবার অভিনয়ের জগতে পা রাখলেন তিনি। জোরকদমে চলছে শ্যুটিং।
আরও পড়ুন-সরকারি চাকরিতে নজিরবিহীন পদক্ষেপ, রূপান্তরকামীদের পাশে রাজ্য, সাধারণ ক্যাটেগরিতে আবেদনের সুযোগ
ছবির গল্প দুই বাংলার সমন্বয়। নাম ‘শূন্য হৃদয়’। শুক্রবার কোচবিহার ১ ব্লকের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ব্যাঙ্কচাত্রা রেলগেট সংলগ্ন এলাকায় হল ছবির একটি দৃশ্যের শ্যুটিং। দেবকুমার দাসের পরিচালনায় বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান এপার বাংলার অভিনেত্রী শ্রেয়া অধিকারী এই সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমায় প্রাথমিক শিক্ষক তথা অভিনেতা যুবরাজ খানের বাবার চরিত্রে অভিনয় করছেন রবীন্দ্রনাথ ঘোষ। শ্যুটিং সেরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন— “হঠাৎ করে এই সুযোগটা চলে এল, আমি জীবনে তো অনেক কাজ করেছি। তবে এটা আমার নতুন অভিজ্ঞতা। অভিনয়ের প্রথম পর্যায়ের শ্যুটিং সম্পন্ন হল। পরিচালক প্রশংসা করছেন ভাল লাগছে। কীভাবে সময় বের করছেন? স্ক্রিপ্টে চোখ বোলাতে বোলাতেই চেয়ারম্যান বললেন, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে খোঁজ নিচ্ছি এলাকার উন্নয়মূলক কাজ ঠিকঠাক হচ্ছে কি না। আমার যেহেতু একটা বড় দায়িত্ব রয়েছে, পরিচালও সহযোগিতা করছেন।