দখলমুক্তি অভিযানে মাঠে নামল পুরসভা

মাঝেমধ্যেই ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভা অভিযান চালালেও ফের অদৃশ্য কোনও কারণে ফুটপাথের ধার ঘেঁষে আবারও দোকান বসে যায়

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : দখল হওয়া সরকারি জমি মুক্ত করতে রাজ্যজুড়ে অভিযান চলছে পুলিশ ও পুরসভার। সোমবার ফালাকাটা শহরের অধিকাংশ রাস্তার ধারের ফুটপাথ দখল করে গজিয়ে উঠেছে দোকান। এর ফলে দিনকে দিন যানজটের সমস্যা বেড়েই চলেছে। মাঝেমধ্যেই ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভা অভিযান চালালেও ফের অদৃশ্য কোনও কারণে ফুটপাথের ধার ঘেঁষে আবারও দোকান বসে যায়। গড়ে ওঠে বাঁশ, টিনের কাঠামো।

আরও পড়ুন-সেচ দফতরের অনুমতি ছাড়া নির্মাণ নয়, জারি নির্দেশিকা

সোমবার ফালাকাটা শহরে ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল পুরসভা ও পুলিস প্রশাসন। এদিন মেইন রোড, নেতাজি রোড, ফালাকাটা ট্রাফিক মোড়, হাটখোলা সহ শহরের বেশ কিছু এলাকায় রাস্তার ধারের ফুটপাথ দখলমুক্ত করার অভিযান করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে এখানে দোকান সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নামা হয়েছিল। সেই সময় দোকান সরানোর কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও একাংশ দোকান না সরানোয় এদিন প্রশাসন পদক্ষেপ করে। এদিন সকাল থেকেই ফালাকাটা শহরের বিভিন্ন এলাকায় বুলডোজার নামিয়ে দখলমুক্ত করার অভিযান শুরু হয়।

Latest article