প্রতিবেদন : প্রতি বছর বর্ষায় কচুরিপানা জমে ইছামতী নদী দূষিত হয়ে পরে। সেই কচুরিপানা তুলতে প্রশাসনের বহু অর্থ ব্যয় হয়। এই পরিস্থিতিতে নদী থেকে তোলা কচুরিপানাকে শুকিয়ে তা দিয়ে নানা হস্তশিল্প সামগ্রী তৈরি করে বিক্রির বিকল্প আয়ের পথ খুঁজে পায় বনগাঁ পুরসভা। বনগাঁ পুরসভার উদ্যোগে এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে থেকে প্রায় ৫০০ মহিলাকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের মধ্যে ১৩০ জন কচুরিপানা দিয়ে রাখি, ব্যাগ, টুপি ইত্যাদি তৈরি করছেন।
বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ জানান, ‘ওঁদের তৈরি সামগ্রী বিদেশেও পাড়ি দিচ্ছে।’ সেই সব শিল্পসামগ্রী বিক্রি করে পুরসভা যে অর্থ উপার্জন করেছে, শনিবার এর অনুষ্ঠানে তা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল। অর্থ উপার্জনের বিকল্প এই দিশায় খুশি তাঁরা। চম্পা শিকদার নামে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা জানান, পুরসভার উদ্যোগে এই কাজ করে ভালো পরিমাণ টাকা উপার্জন হচ্ছে দেখে বাড়ির লোকেরাও সহযোগিতা করছেন। এই প্রকল্পে চম্পার মতো অনেক মহিলাই উপকৃত। এই প্রকল্পকে আরও বড় আকারে ছড়িয়ে দিতে চায় বনগাঁ পুরসভা।