ডায়েরিয়ার প্রকোপ রুখতে উদ্যোগী পুরসভা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় বেশ কয়েকজন ‘ডায়েরিয়া’র উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : গরমের সময় শহরে ‘ডায়েরিয়া’র প্রকোপ রুখতে একাধিক পদক্ষেপ করছে হাওড়া পুরসভা। খোলা রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি রুখতে জোরদার নজরদারি শুরু করা হয়েছে। এই ব্যাপারে তৈরি করা হয়েছে বিশেষ দলও। সেইসঙ্গে কোথাও জলের সমস্যা আছে কি না তা খতিয়ে দেখতে শহরের সর্বত্রই পাইপ লাইনগুলি পরীক্ষার কাজ শুরু করছে পুরসভা। পাইপ লাইনের লিকেজ থেকে কোনও জায়গায় জলদূষণ হচ্ছে কি না তাও খতিয়ে দেখছেন পুর আধিকারিক ও কর্মীরা। কোনও এলাকায় পাইপ লাইনে সমস্যা পাওয়া গেলে দ্রুত তা সমাধানেরও ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন-মানিকতলা উপনির্বাচন : শীর্ষ আদালতে রিপোর্ট পেশ কমিশনের

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় বেশ কয়েকজন ‘ডায়েরিয়া’র উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরই প্রয়োজনীর পদক্ষেপ নিতে তৎপর হয়ে ওঠে হাওড়া পুরসভা। খোলা রাস্তার খাবার এড়িয়ে চলতে পুরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, বর্ষার শুরুতে এই সময় নানা কারণে ডায়েরিয়ার প্রকোপ কিছুটা বাড়ে। সেকথা মাথায় রেখেই আমরা একাধিক পদক্ষেপ নিচ্ছি। বিশেষ টিম তৈরি করে নজরদারি চালানো হচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। আমরা সবসময় সজাগ রয়েছি। কোনও খামতি রাখা হচ্ছে না। ডায়েরিয়ার প্রকোপ রুখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ষার প্রারম্ভে ডায়েরিয়ার প্রকোপ রুখতে পুরসভার এই উদ্যোগে বেজায় খুশি শহরবাসী।

Latest article