প্রতিবেদন : সম্পত্তি করের পরিমাণ, বিল্ডিং প্ল্যান অনুমোদন সংক্রান্ত তথ্য-সহ বিভিন্ন পরিষেবা সাধারণ নাগরিকের হাতের নাগালে আনতে একটি অ্যাপ আনছে কলকাতা পুর নিগম। এই নতুন অ্যাপে কলকাতা পুর নিগমের এলাকায় কোথায় বাসস্ট্যান্ড, স্কুল-কলেজ, হাসপাতাল, কমিউনিটি হল এবং সুলভ শৌচাগার রয়েছে, তা-ও জানা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-দলেনেত্রীর সফরের আগে গোয়ায় বাবুল-সৌগত
শুধুই পুর নিগমের নানা তথ্যের সঙ্গে বিস্তারিত আরও তথ্য জানা যাবে এই অ্যাপে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কোন দিন আপনার এলাকায় জল বন্ধ থাকবে, পুর নিগমের জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা কখন আপনার পাড়ায় ময়লা তুলতে আসবেন, জেনে যাবেন সে-সবও। সাধারণ নাগরিকদের সুবিধার কথা মাথাতে রেখেই কলকাতা পুর নিগম তৈরি করছে জিআইএস অ্যাপ। পুরভোটের আগেই এই নতুন পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে। আর পুর নিগমের কাজে আসবে স্বচ্ছতা। ওই অ্যাপের মাধ্যমেই ‘নো অবজেকশন সার্টিফিকেট’-ও ইস্যু করতে পারবেন। বিল্ডিং, অ্যাসেসমেন্ট, বিজ্ঞাপন, ট্রেড লাইসেন্স, পার্কিং, বিনোদন বিভাগ থেকে পুর নিগমের আয় অনেকাংশে বাড়বে। তাতে আখেরে লাভ হবে কলকাতার পুর নিগমের। বর্তমানে কলকাতা পুর নিগমের ১৪৪টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ৪৫ লক্ষ মানুষ বাস করছেন। মোট আয়তন প্রায় ২০৫ বর্গ কিলোমিটার। শহরের মানুষকে পানীয় জলের জোগান দেওয়া, জঞ্জাল সাফাই, নিকাশি, রাস্তা সারাই, পথবাতি জ্বালানো-সহ স্বাস্থ্য, শিক্ষা, বস্তি ও সংখ্যালঘু উন্নয়নের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি রূপায়ণ করতে হয় পুর নিগমকে। যার পরিকল্পনা ও উন্নয়ন করতে অনলাইনে সমস্ত পরিকাঠামো তৈরি করতে হয়। তাতে এই অ্যাপ সাহায্যে করব।