সংবাদদাতা, উলুবেড়িয়া : মঙ্গলবার সকালে জগদীশপুরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ ফুট দীর্ঘ রাস্তায় হঠাৎ ধস নেমে ছড়াল আতঙ্ক। ওই রাস্তায় কংক্রিটের স্ল্যাবগুলো ২-৩ ফুট করে বসে যাওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় এসডিও-সহ উলুবেড়িয়া পুরসভা ও সেচ দফতরের পদস্থ ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন-কর্নাটকে মৃতদের পরিবারকে চাকরি, পাকা বাড়ি, আর্থিক সাহায্য দিল রাজ্য
যুদ্ধকালীন তৎপরতায় ধসে যাওয়া রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। সেচ দফতরের পক্ষ থেকে ওই ধসে যাওয়া অংশ পাকাপাকিভাবে সারানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আশপাশের গ্রামের বাসিন্দারা বলেন, ‘‘এই মুহূর্তে ভরা কোটাল চলছে। গঙ্গা দিয়ে বড় বড় জাহাজ চলাচলের সময় ঢেউয়ের আঘাতে পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে।’’ সেচ দফতরের তরফে বন্দর কর্তৃপক্ষকে বহুবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।