তুহিনশুভ্র আগুয়ান, হলদিয়া: নদীর পাড়ে কটেজ তৈরির ভাবনা এই প্রথম নয়। তবে শিল্পাঞ্চল হলদিয়ায় এই প্রথম গড়ে উঠতে চলেছে পরিবেশবান্ধব কটেজ। একেবারে কানাডার ধাঁচে নদীর পাড়ে এই নয়া আকর্ষণ গড়ে উঠতে চলেছে শিল্পশহরে। যার জন্য ইতিমধ্যে ৪ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। হলদিয়া পুরসভার তরফ থেকে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে। যেখানে বাঁশ ও কাঠ দিয়ে নদীর পাড়ে গড়ে তোলা হবে অপরূপ সুন্দর কটেজ। অল্প মূল্যেই মধ্যবিত্ত মানুষজন সেখানে কাটাতে পারবেন ছুটির দিনগুলো।
আরও পড়ুন-গোয়ার বিরুদ্ধেও অনিশ্চিত স্টুয়ার্ট
ইতিমধ্যে হলদিয়া পুরসভার তরফে কোস্টাল রেগুলেশন আইন মেনে এই কটেজ তৈরির প্রস্তুতি শুরু করা হয়েছে। নদীর পাড়ে পাকাপোক্ত রিসর্ট গড়তে গেলে সিয়ারজেডের নিয়মের গেরোয় আটকে পড়তে পারে পুরসভা। এছাড়াও একাধিক জমি ইতিমধ্যে পুরসভা হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে লিজেও দিয়েছে। সেই সমস্ত জায়গায় পাকাপোক্ত রিসর্ট গড়ার ছাড়পত্র দিতে চাইছে না বন্দর কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বাঁশ ও কাঠের মাধ্যমে সৌন্দর্যের ওপর বাড়তি জোর দিয়ে পর্যটকদের মন জয় করতে এই ধরনের উদ্যোগ নিচ্ছে হলদিয়া পুরসভা। তবে রাজ্যের পর্যটন ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ এই প্রথম। কানাডায় এই ধরনের ‘টাইনি হাউস অফ হুইলস’-এর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-সামনে রাজস্থান, সতর্ক নরহরিরা
এই কটেজগুলি যাতে ঘূর্ণিঝড়ের সময় কোনওভাবে জলোচ্ছ্বাসের কবলে না পড়ে সে-ব্যাপারেও আগাম চিন্তাভাবনা করছে পুরসভা। এর আগে একাধিকবার নদীর পাড়ে রিসর্ট গড়ার পরিকল্পনা করেও মূলত বন্দর কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সেই ভাবনা থেকে সরে এসেছে পুরসভা। তবে এবার এই ধরনের কটেজ বসানোর জন্য ভিনরাজ্যের সংস্থার সঙ্গে কথা শুরু করেছে পুরসভা। বাঁশ-কাঠ দিয়েই এই কটেজ তৈরি করা হবে। যেখানে গ্রাম্য আমেজ উপভোগ করতে পারবেন পর্যটকরা। এর সঙ্গে হলদিয়া ও আশপাশের এলাকা নিয়ে ট্যুর প্যাকেজ করার কথাও ভাবা হচ্ছে। মহিষাদল রাজবাড়ি, বালুঘাটার সানসেট ভিউ পয়েন্ট, নয়াচর দ্বীপ-সহ একাধিক দর্শনীয় স্থান সেই প্যাকেজের অন্তর্ভুক্ত করা হবে। হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, ‘একটি সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আগামী দিনে এই ধরনের কটেজ গড়ার পরিকল্পনা রয়েছে। যা শিল্পশহরে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।’