পরিবারের অনুমতিতে রাজা রঘুবংশী হত্যাকাণ্ড এবার সিনেমার পর্দায়

মেঘালয়ে (Meghalaya) হানিমুনে গিয়ে খুন হয়েছিলেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। সেই হত্যাকাণ্ড নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা।

Must read

মেঘালয়ে (Meghalaya) হানিমুনে গিয়ে খুন হয়েছিলেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। সেই হত্যাকাণ্ড নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ছবির নাম ঠিক হয়েছে ‘হানিমুন ইন শিলং’। ছবির পরিচালনা করছেন এস পি নিমবাওয়াত। জানা গিয়েছে, রঘুবংশী পরিবারের তরফে সিনেমা নিয়ে সম্মতি জানানো হয়েছে। পরিচালক এই ছবি নিয়ে জানিয়েছেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। তবে অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। সিনেমার বেশিরভাগ শ্যুটিং হবে ইন্দোরে। বাকি অংশ শ্যুট করা হবে মেঘালয়ের বেশ কয়েকটি এলাকায়। রঘুবংশী পরিবার সিনেমার বিষয়ে জানিয়েছে, কীভাবে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে, প্রকৃত ঘটনা সকলের জানা উচিত। তাই সিনেমার প্রস্তাবে তাঁরা রাজি হয়েছেন।

আরও পড়ুন-ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজা রঘুবংশীর দাদা সচিন রঘুবংশী জানিয়েছেন ভাইয়ের মৃত্যুর ঘটনায় কে ঠিক আর কে ভুল, সেটা সবার জানা উচিত। এই কারণেই সিনেমা তৈরীতে সম্মতি দেওয়া হয়েছে। মেঘালয়ের সঠিক চিত্রটাও জনসমক্ষে আসা দরকার। পরিচালক জানিয়েছেন এই ছবির মাধ্যমে কাছের মানুষদের বিশ্বাস করে কীভাবে কেউ প্রতারিত হতে পারে সেটাই তুলে ধরা হবে। সমাজে এমন বিশ্বাসঘাতকতা বন্ধ হওয়া দরকার বলেই তিনি মনে করছেন।

আরও পড়ুন-১৫ বছরেই বেহাল দশা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন

প্রসঙ্গত, গত ১১ মে সোনম ও রাজার বিয়ে হয়েছিল। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়। ঘটনাচক্রে ২ জুন, মেঘালয়ের একটি খাদ থেকে রাজা ইন্দোরের বাসিন্দা রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সোনমের কোনও খোঁজ যদিও তখনও পাওয়া যায়নি। ৭ জুন রাতে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার একটি ধাবা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। হাসপাতালেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে সোনমের প্রেমিক রাজ ও আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Latest article