কলকাতার প্রথম থিমশিল্পী বন্দন রাহার রহস্যমৃত্যু

বেশ কিছুদিন আগেই অসুস্থ হওয়ায় বন্দনবাবু দাদার বাড়ি থাকতে আসেন। তিনি অ্যালঝাইমার্স এবং অন্যান্য বেশ কিছু স্নায়ুর সমস্যায় ভুগছিলেন

Must read

কলকাতার দুর্গাপুজোয় থিমের রূপকার বন্দন রাহার ঝুলন্ত দেহ উদ্ধার বাগুইআটি থেকে। মঙ্গলবার নিজের দাদার বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ছিল বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন শিল্পী। ২০০১ সালে কলকাতার কসবায় একটি সর্বজনীন পুজোয় থিমের প্যান্ডেল করে সুনাম অর্জন করেন তিনি।

আরও পড়ুন-ভৌমবতী অমাবস্যায় তারাপীঠে চলছে মহাপুজো

বেশ কিছুদিন আগেই অসুস্থ হওয়ায় বন্দনবাবু দাদার বাড়ি থাকতে আসেন। তিনি অ্যালঝাইমার্স এবং অন্যান্য বেশ কিছু স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বাড়িতে একা ছিলেন তিনি। দাদা বাড়ি ফিরে দেখেন, ভাইয়ের ঘর ভেতর থেকে বন্ধ। ভাইকে ডাকলেও সাড়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ফ্যান থেকে ঝুলছে বন্দনের দেহ। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। দেহ আপাতত ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা: টানা দুদিন ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, বন্দন রাহার কয়েকবছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের অবসাদ এবং শারীরিক অসুস্থতার কারণেই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

Latest article