ফের নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical engineering) বিভাগের এক অধ্যাপকের রহস্যমৃত্যুতে লালগোলায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতের নাম ড. সুমন নেহার। বয়স ৩৭ বছর। রবিবার বাড়ি গিয়েছিলেন তিনি। আজ কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই দুপুরবেলা ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়।
আরও পড়ুন-হারদায় আতশবাজি কারখানায় আগুন, নিহত ১১, বিজেপিকে তোপ কুণাল ঘোষের
কেন এমন এক সিদ্ধান্ত নিলেন এই অধ্যাপক সেই নিয়ে হতবাক পরিবারের লোকজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন তিনি। লালগোলা থানার ধুলাউড়ি বালিপাড়ায় তাঁর বাড়ি। বাড়িতে বাবা ও মা নিয়ে থাকতেন তিনি। তিনদিন আগে বাড়ি ফিরেছিলেন। এই অবস্থায় তার জামাইবাবু জানান, বাড়ি ফেরার পর থেকে তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল না। এদিন দুপুরবেলা তার মা খাওয়ার জন্য ডেকে সাড়া পান নি। ঘরে গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন কিন্তু তবু কোন সাড়া যাওয়া যায় নি। দরজা খুলে দেখা যায় নিজের মাফলারের ফাঁস রয়েছে তার গলায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আজই তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়।