প্রতিবেদন : এবার ‘জয় বাংলা’ বলে উঠলেন নাগা (Naga) সন্ন্যাসীরাও। সোমবার কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরে যাচ্ছেন সেখানে উপস্থিত কয়েকজন নাগা (Naga) সন্ন্যাসী তাঁকে দেখে বলে ওঠেন ‘জয় বাংলা’। মুহূর্তে গোটা এলাকা জয়বাংলা স্লোগানে মুখরিত হয়। কোচবিহার থেকে কাকদ্বীপ— এই স্লোগানেই মেতে আছে সাধারণ মানুষ। তবে সাগরে কপিল মুনির মন্দির চত্বরে থাকা সন্ন্যাসীরাও বুঝিয়ে দিলেন রাজনীতির ধারেপাশেও না থাকলে তাঁদের আশীর্বাদ ও ভালবাসা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা একান্তই তাঁদের আপনজন বলেই মনে করেন। কারণ মুখ্যমন্ত্রীর হাত ধরেই ভোল বদল হয়েছে এই সাগর দ্বীপের। সেজে উঠেছে মন্দিরচত্বর। ভাঙন-রোধে সাগরের পাড় বাঁধিয়েছে রাজ্য সরকার। উন্নতি হয়েছে রাস্তাঘাটের। ফলে সব মিলিয়ে তিনিই যে আসল উন্নয়নের কান্ডারি তা বুঝতে কোনও অসুবিধে হয়নি সন্ন্যাসীদেরও। তাই মন থেকেই তাঁরা বলে উঠেছেন ‘জয় বাংলা’।

