প্রতিবেদন : পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য বিধানসভা, ২০১৮ সালের ২৬ জুলাই৷ তারপরেও কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে সিলমোহর দেয়নি৷ অবিলম্বে মোদি সরকারকে এই প্রস্তাবে অনুমোদন দিতে হবে, মঙ্গলবার রাজ্যসভায় দাবি জানালেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata banerjee)৷ এই প্রসঙ্গেই রাজ্যসভাকক্ষে দাঁড়িয়ে ঋতব্রতর দাবি, রাজ্য সরকারের তরফে সর্বপ্রকার নিয়ম মেনে পদক্ষেপ করা হয়েছে৷ তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বাংলার মানুষের ইচ্ছের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন৷ এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়নি মোদি সরকার৷ মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ করার জন্যই পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, রাজ্যসভাকক্ষে দাঁড়িয়ে অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata banerjee)৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, বাংলা বারবার স্বেচ্ছাচারীদের নিশানা হয়েছে, স্বাধীনতার আগে এবং পরে একই ঘটনা ঘটেছে৷ আমাদের রাজ্য কোনও দিন অন্যায়ের সামনে মাথা নত করেনি, অদূর ভবিষ্যতেও করবে না৷ এখানে ওয়েস্টবেঙ্গল নাম পরিবর্তনের প্রয়োজন আছে৷ রাজ্যের ১০ কোটি মানুষের মনের ইচ্ছের কথা মাথায় রেখেই আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন রাজ্যের নাম পরিবর্তন করার৷ অবিলম্বে রাজ্যের নাম পরিবর্তনের এই দাবি পূরণ করা হোক৷ এদিন একইসঙ্গে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসী’ ও ‘বাংলার মাটি, বাংলার জল’ গানের দু’টি লাইন তুলে ধরেন ঋতব্রত।
আরও পড়ুন- ‘বন্ধু’ ট্রাম্প প্লেনে চাপিয়ে ফেরাল মোদির নাগরিকদের