প্রতিবেদন : এবার বিরোধী দলনেতা গদ্দার অধিকারীর নিজের বুথেই বাদ বৈধ ভোটারের নাম! কোনও অনুপ্রবেশকারী বাংলাদেশি কিংবা রোহিঙ্গা নয়, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নন্দীগ্রামের হিন্দু ধর্মাবলম্বী মানুষের নাম। অভিযোগ, খসড়া ভোটার তালিকায় ৭৯ নং বুথের একাধিক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। ডাকা হয়েছে হিয়ারিংয়ে। নন্দীগ্রামের যে নন্দনায়কবাড় বুথের ভোটার স্বয়ং বিরোধী দলনেতা, সেই বুথেই খসড়া তালিকায় নাম নেই স্থানীয় বাসিন্দা রানা পরিবারের দুই ব্যক্তির। যা নিয়ে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের অন্য সদস্যরা। তাঁদের দাবি, রোজগারের চিন্তা করব না এখন নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজপত্র নিয়ে ছোটাছুটি করব? রোজগার না হলে খাব কী?

