শীতে গড়চুমুক স্মল জু’র নতুন আকর্ষণ ৫টি ইগুয়ানা

এদিন সেখানেই ইগুয়ানাগুলিকে রাখা হয়। রাজ্য সরকারের উদ্যোগে গড়চুমুক মিনি জু কিছুদিন আগেই স্মল জু’তে উন্নীত হয়েছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : আসন্ন শীতের মরসুমে গড়চুমুক স্মল জু’র নতুন আকর্ষণ হতে চলেছে ৫টি ইগুয়ানা বা আমেরিকান গিরগিটি। একই সঙ্গে গড়চুমুক স্মল জু’তে বনবিড়ালদের থাকার জায়গাও নতুনভাবে তৈরি হয়েছে। গড়ে উঠেছে নতুন প্রশাসনিক ভবন ও ৮০মিটার চওড়া নতুন বনপথ। শনিবার গড়চুমুক স্মল জু’তে আনুষ্ঠানিকভাবে এগুলির উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন-দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক মেয়রের সমাধানে ব্যবস্থা, আজ থেকেই ন্যায্য মূল্যে মিলবে আলু

উপস্থিত ছিলেন বন দফতরের পদস্থ কর্তারাও। বড় আকারের আমেরিকান গিরগিটি বা ইগুয়ানাদের রাখার জন্য এখানে আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছিল। এদিন সেখানেই ইগুয়ানাগুলিকে রাখা হয়। রাজ্য সরকারের উদ্যোগে গড়চুমুক মিনি জু কিছুদিন আগেই স্মল জু’তে উন্নীত হয়েছে। এবারের শীতে পর্যটকদের জন্য এই স্মল জুকে ঢেলে সাজানো হচ্ছে। সেই উদ্দেশ্যেই আনা হল ইগুয়ানা।

Latest article