প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে খড়্গপুর মহকুমা হাসপাতালের নতুন ১০০ শয্যার ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভবনটিকে এবার পূর্ণাঙ্গ মাদার অ্যান্ড চাইল্ড হাব হিসেবে গড়ে তোলা হবে। সোমবার এই ভবনে চারটি বিভাগের আউটডোর চালু করে এ কথা জানান সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি। ছিলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ, মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও, রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে, হাসপাতাল সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়। সিএমওএইচ জানান, এই ভবনটির কিছু কাজ বাকি।
আরও পড়ুন-নন্দীগ্রাম পাচ্ছে আরও দুই থানা, রামচক ও সোনাচূড়া আউটপোস্ট
পূর্ত দফতর তাড়াতাড়ি শেষ করলেই চারতলায় অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও লেবার রুম এবং নীচে মা ও শিশুদের জন্য আউটডোর থাকবে। বাকি অংশটি জুড়ে হবে মা ও শিশু ওয়ার্ড। সেখানে মা-শিশুদের সামগ্রিক চিকিৎসার জন্য গড়া হবে পূর্ণাঙ্গ মাদার অ্যান্ড চাইল্ড হাব। এতে উপকৃত হবেন মহকুমার বাসিন্দারা। তবে ওই হাব না গড়ে তোলা পর্যন্ত এই বাড়িতেই চলবে মেডিসিন ও সার্জিক্যাল কোল্ড ওয়ার্ড। দ্রুত এটি খুলে দেওয়া হবে। কিছুটা সুস্থ হয়ে ওঠা রোগীদের পুরনো ভবন থেকে এখানে এনে রাখা হবে। পুরোপুরি সুস্থ হলে তাঁদের এখান থেকেই মিলবে ছুটি। তাতে পুরনো ভবনে রোগীর চাপ কমবে।